বৃহস্পতিবার (১ মে) শ্রমিক দিবস উপলক্ষে সকাল থেকে টঙ্গী দত্তপাড়া ধুমকেতু উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি শুরু হয়।
জানা গেছে, মেডিকেল ক্যাম্পে ফ্রি প্রেসক্রিপশনের পাশাপাশি ব্লাড প্রেসার মাপা, গ্লুকোজ টেস্ট , ব্লাড গ্রুপিং ও ব্লাড কালেকশন করা হয়। বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে মেডিসিন, শিশু, গাইনি, ডায়বেটিস, নাক-কান-গলা, হোমিওপ্যাথিকসহ বেশ কয়েকটি বিভাগে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং ওষুধ সরবরাহ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন থানা সহকারী সেক্রেটারি আমিনুল ইসলাম, ৪৮ নং ওয়ার্ড আমীর ফখরুল আলম। প্রোগ্রাম ব্যবস্থাপনায় ওয়ার্ড সহকারী সেক্রেটারি হেলাল উদ্দিন সহ ওয়ার্ড কর্মপরিষদ, যুব বিভাগ ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতায় ধুমকেতু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ মোল্লা।
ক্যাম্পে সেবা নিতে আসা একজন স্থানীয় বাসিন্দা বলেন, চিকিৎসা খরচ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। এমন বিনামূল্যের স্বাস্থ্যসেবা আমাদের জন্য বড় সহায়তা আমি আমার বাচ্চা ও স্বামীসহ এই সেবা নিয়েছি।