বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

Headline :
উত্তরায় জামায়াত রুকন মহিউদ্দিনের বাবার জানায় আমীরে জামায়াত ডাঃশফিকুর রহমান বাংলাদেশে অবস্থানকারী অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি জুলাই বিপ্লবে উত্তরায় শহীদদের তালিকা প্রকাশ বনপাড়া কালিকাপুর ক্লাবের নতুন কমিটি গঠন  সভাপতি,হুমায়ন কবীর,সেক্রেটারি ইমরান মাহমুদ ভুইয়া দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডাঃ শফিকুর রহমান উত্তরায় জামায়াতের রুকন ও টিম বৈঠকে কর্মপরিকল্পনা গ্রহন রানাভোলাকে মাদক, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মডেল এলাকা হিসেবে দেখতে চাই,আফাজ উদ্দীন উত্তরায় ওলামা মাশায়েখ সন্মেলন অনুষ্ঠিত চীনের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি রাজনৈতিক প্রতিনিধি দল আজ রাতে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে – মোহাম্মদ সেলিম উদ্দিন।

মসজিদের কাছে নায়িকার নাচ, ক্ষমা চাইল আয়োজকরা

রিপোর্টার নাম / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক : মসজিদের পেছনে অল্প জায়গা। সেখানেই নাচের আসর জমেছে। নাচছেন চিত্রনায়িকা মুনমুন, আর তাকে ঘিরে অনেকেই ভিডিও করছেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সোমবার। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এরপরই ক্ষমা চেয়েছেন অনুষ্ঠানটির আয়োজকেরা। সোমবার নৌকা ভ্রমণ কমিটির আয়োজকরা ভুল স্বীকার করে মসজিদটি সংস্কারে সহযোগিতারও আশ্বাস দেন।

এর আগে শনিবার বিকেলে মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত আল মদিনা সমবায় সমিতির নেতৃত্বে নৌকা ভ্রমণ শেষে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পলাশতলী বাজার মসজিদের সামনে নায়িকা মুনমুনের নাচের এই আসর বসানো হয়।

এলাকাবাসী জানায়, শুক্রবার সখীপুরে নৌকা ভ্রমণের উদ্দেশে চলচিত্র নায়িকা মুনমুনকে সখীপুরে আনেন আয়োজকরা। শনিবার সখীপুর ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী পলাশতলী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাইলসিন্দুর নদীতে নৌকা ভ্রমণ শেষে দুপুরে পলাশতলী বাজারে এসে খাওয়া-দাওয়া শেষে সাউন্ড সিস্টেমে বাজনা বাজিয়ে মসজিদের সামনে আসর বাসিয়ে নায়িকা মুনমুনের গান ও নাচে মেতে উঠেন আয়োজকরা। অনুষ্ঠান শেষে ফেসবুকে ভাইরাল হতে থাকে এই নৃত্যানুষ্ঠানের ছবি। শুরু হয় প্রতিবাদ ও সমালোচনা।

নৌকা ভ্রমণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজি বাদল। তিনি বলেন, আমি আয়োজকদের আমন্ত্রণে সংগঠনের নেতাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। নাচের বিষয়ে আমি কিছুই জানি না, পরে শুনেছি।

আল মদিনা সমবায় সমিতির সাবেক সভাপতি ও উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. স্বপন বলেন, এ ঘটনায় আমরা অনুতপ্ত। মসজিদ কমিটি আমাদের সঙ্গে যোগাযোগ করলে পলাশতলী বাজার মসজিদটি সংস্কারের জন্য আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

উপজেলা কওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা সাইফুল্লাহ বেলালী বলেন, আয়োজক কমিটি ভুল স্বীকার করে তওবা করেছে।তারা ভবিষ্যতে এ ধরনের গর্হিত কাজ আর না করার অঙ্গীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


মোহাম্মদ মাসুদ (প্রধান উপদেষ্টা)
তাসবীরুল হক অনু (সিনিয়র উপদেষ্টা).

ব্রেকিং নিউজ :
ব্রেকিং নিউজ :