শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জামায়াতের জাতীয় সমাবেশকে স্বাগত জানিয়ে উত্তরায় শ্রমিক কল্যাণের মিছিল বিএনপি’র বহিঃস্কৃত নেতা মিলন সহ চাঁদাবাজির অভিযোগে ৬জন গ্রেফতার নোয়াখালীর মানুষের বিভাগ চাওয়া যৌক্তিক: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অবিলম্বে বন্যা নিয়ন্ত্রণ ও পুনর্বাসনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা নাহলে ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি ঢাকাস্থ ফেনীবাসীর দেশে যতবার মানুষ ভোট দিতে পেরেছে, তখনই জনগণ বিএনপিকে বেছে নিয়েছে।— এস এম জাহাঙ্গীর দেশের সর্ববৃহৎ সিরাত অলিম্পিয়াডের উদ্বোধন: থাকছে ওমরা পালনের সুযোগ ও গোল্ড মেডেল ঢাকাস্থ চায়না দূতাবাস চীন সফরের পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে গাজীপুরে আসক ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ন্যায্যমূল্যে পণ্য বিতরণ, বৃক্ষরোপণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবার শুভ উদ্বোধন অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে -মোহাম্মদ সেলিম উদ্দিন। তুরাগে ফ্যাক্টুরীতে আগুন প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি

মুস্তাফা জামান আব্বাসী এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

রিপোর্টার নাম ঃ / ১২৪ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫, ৮:১২ পূর্বাহ্ন

শোকবাণী

নিজস্ব প্রতিবেদকঃ
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী, ভাওয়াইয়া গানের পুরোধা, গবেষক, লেখক জনাব মুস্তাফা জামান আব্বাসী এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১০ মে এক শোকবাণী প্রদান করেছেন।

শোক বিবৃতিতে তিনি বলেন, ভাওয়াইয়া গানের রাজপুত্র খ্যাত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী জনাব মুস্তাফা জামান আব্বাসী দীর্ঘ দিন ধরে বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছিলেন। ১০ মে শনিবার ভোরে তিনি বনানীর একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীরে শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, মোস্তফা জামান আব্বাসী উপমহাদের বিশিষ্ট সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তাঁদের পরিবারের বিরাট অবদান রয়েছে। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন পল্লীগীতির কিংবদন্তি শিল্পী। সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল ছিলেন জনাব মোস্তফা জামান আব্বাসীর ভাই।

আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com