মিজানুর রহমান:তানযীমুল উম্মা ফাউন্ডেশন এর ব্যতিক্রমধর্মী আয়োজন হিফজুল হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠান,অনুষ্ঠিত হয়েছে,প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।এসময় তাযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাবিব উল্লাহ মুহাম্মদ ইকবাল,কো চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল হাদিস প্রতিযোগিতার খ-গ্রুপের চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এই পর্বে মোট ৫২ জন শিক্ষার্থী হিফজুল হাদিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এতে সবাইকে ক্রেস্ট, সনদসহ প্রথম ১৫ জনকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়।
১ম স্থান অর্জন করেছে রিসাত হাসনাত (Tuhm-Jb)
২য় স্থান অর্জন করেছে সামিউল ইসলাম তুহিন (Tuhm-Rb)
৩য় স্থান অর্জন করেছে মো. ইফতেখার উদ্দিন আলিফ (Tuhm-Cxb)
৪র্থ স্থান অর্জন করেছে আলিফ হোসাইন (Tuhm-Jb)
৫ম স্থান অর্জন করেছে মুনতাসির নাদিম (Tuhm-Jb)
৬ষ্ঠ স্থান অর্জন করেছে মো, জাবির (Tuhm-Rpb)
৭ম স্থান অর্জন করেছে আব্দুল্লাহ আল হোসাইন (Tuhm-Ab)
৮ম স্থান অর্জন করেছে বখতিয়ার রহমান তোহা (Tuhm-Rb)
৯ম স্থান অর্জন করেছে মাহফুজ মিসবাহ চৌধুরী (Tuhm-Cxb)
১০ম স্থান অর্জন করেছে মো. মুহিব্বুল্লাহ তাহমীদ (Tuhm-Arb)
১১তম অর্জন করেছে মো. রাফিদ (TUHM)
১২তম অর্জন করেছে আবু ওবায়েদ আনোয়ার (Tuhm-Mb)
১৩তম অর্জন করেছে মারুফ মুয়াম্মার (Tuhm-Rb,Prs)
১৪তম অর্জন করেছে মো. হোসাইন সামি (Tuhm-Db)
১৫তম অর্জন করেছে আব্দুল্লাহ (Tuhm-Rpb)