*ইউনুস আলম সিদ্দিকীর মৃত্যুতে মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক প্রকাশ*
মিজানুর রহমানঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল পূর্ব থানার সাধারণ সম্পাদক জনাব ইউনুস আলম সিদ্দিক (৬২) সাহেবের মৃত্যুতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী সভাপতি মাওলানা মোঃ মহিববুল্লাহ ও সাধারণ সম্পাদক জনাব এইচ এম আতিকুর রহমান শোক প্রকাশ করেছেন।
সোমবার আনুমানিক সাড়ে আটটার ঘটিকায় সাংগঠনিক কাজ করার সময় রোড এক্সিডেন্টে ইন্তেকাল করেন তিনি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ আজ ২৩ জুন বিকাল ৪ টায় আল ফালাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন মহানগরী সভাপতি মাওলানা মো. মহিব্বুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মো. আব্দুর রব।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শ্রমিক নেতা জনাব এডভোকেট আতিকুর রহমান।
কেন্দ্রীয় অফিস সম্পাদক জনাব মোঃ নুরুল আমিন। কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জনাব মোঃ জামিল মাহমুদ। হাতিরঝিল জোন পরিচালক জনাব ডা. মোঃ সুলতান মাহমুদ। পল্লবী জোন পরিচালক জনাব আবুল কালাম পাঠান সহ অন্যান্য মহানগরী নেতৃত্ব নেতৃবৃন্দ।
অতঃপর জনাব ইউনুস আলম সিদ্দিকী ভাইয়ের মৃত্যুতে মহানগরীর সভাপতি জনাব মো. মহিববুল্লাহ ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।