খবর প্রতিদিন রিপোর্টঃ
১৯ শে জুলাই জাতীয় সমাবেশ কে সাগত জানিয়ে তুরাগ মধ্য থানায় রানাভোলা ও ডিয়াবাড়ি ওয়ার্ডের আয়োজনে ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষে বিশাল বিক্ষোভ মিছিল এর আয়োজন করা হয়।
ডিয়াবাড়ি ওয়ার্ডে আয়োজনে বাদআসর খালপাড় মসজিদ থেকে চন্ডালভোগ – ডিয়াবাড়ি পার হয়ে শুক্রভাঙ্গা মোড়ে গিয়ে থানা আমীর গাজী মনির হোসেনের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। থানা সেক্রেটারি এডঃ মহিববুল্লাহ, ঢাকা উওর সিটিকপোরেসনের ৫৩ নং ওয়ার্ডের সন্মানীত কাউন্সিলর পদপ্রার্থী সুরুজ্জামান, থানা বায়তুলমাল সম্পাদক জনাব মোঃ মজিবুর রহমান, ডিয়াবাড়ি ওয়ার্ডের সন্মানীত সভাপতি জুলফিকার রহমান, ওয়ার্ড সভাপতি ওয়ারিছ উদ্দিন মুরাদ, থানা যুব বিভাগের সভাপতি কামরুল ইসলাম সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রানাভোলা ওয়ার্ডের আয়োজনে বাদমাগরিব সরকার মার্কেট থেকে শুরু করে ফুলবাড়িয়া বাজার , সিরামার্কেট , রানাভোলা, বটতলা গিয়ে থানা আমীর গাজী মনির হোসেন ও ঢাকা ১৮ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য প্রাথী জনাব অধ্যক্ষ আশরাফুল হকের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মিছিল শেষ হয়।
*উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা – ১৮ আসন এর এমপি প্রর্থী জনাব অধ্যক্ষ আশরাফুল হক*
* উপস্থিত ছিলেন তুরাগ মধ্য থানার আমীর গাজী মনির হোসাইন*।
*উপস্থিত ছিলেন তুরাগ মধ্য থানার নায়েবে আমীর জনাব কামরুল হাসান*।
*উপস্থিত ছিলেন তুরাগ মধ্য থানার সেক্রেটারি মহিববুল্লাহ বাচ্চু*।
*উপস্থিত ছিলেন ৫৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রর্থী সুরুজ্জামান*।
*উপস্থিত ছিলেন রানাভোলা ওয়ার্ড এর সভাপতি দেলোয়ার হোসেন*
*উপস্থিতি ছিলেন তুরাগ মধ্য থানার কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরা সদস্য মাও ওয়ারেছ আলী মুরাদ*
*উপস্থিত ছিলেন তুরাগ থানর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি মোঃ হোসেন*। এবং
উপস্থিত ছিলেন তুরাগ মধ্য থানার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী গণ।