তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ছাত্র হত্যা মামলার আসামি সিয়াম
নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ইরফানুল হক গাজী সিয়াম(২০) কে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
রবিবার (৬ জুলাই) রাত ১২ টার দিকে তুরাগ থানার ভাটুলিয়া এলাকার ভাড়া বাসা থেকে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ও ওসি অপারেশন মো. টোকোনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এবিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ইরফানুল হক গাজী সিয়াম বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি। উত্তরা পশ্চিম থানায় তার নামে মামলা আছে এবং ছাত্রদের আন্দোলনে অস্ত্র হাতে তার ছবিও আছে। আমরা জানতে পারি সে তুরাগ থানা এলাকায় গোপনে বসবাস করে আসছিলো। আমরা অভিযান পরিচালনা করে তাকে ধরতে সক্ষম হয়েছি। নিয়ম অনুযায়ী সে যেহেতু পশ্চিম থানার মামলার আসামী তাই তাকে আমরা পশ্চিম থানায় হস্তান্তর করেছি।