মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাটখিলে মানবতার তরে সংগঠন মানুষ মানুষের জন্য এর উদ্ভোদন ও কম্বল বিতরন প্লে থেকে মাস্টার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে,মোঃসেলিম উদ্দিন উত্তরা হাউস বিল্ডিং এলাকায় জামায়াতের মিছিল মিক ইন্টারন্যাশনাল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি বৈষম্যবিরোধী সমন্বয়কদের গাড়িবহরে হামলা, বিচার দাবি ৩০০ দলকে হারিয়ে আইসিপিসি চ্যাম্পিয়ন শাবিপ্রবি ভারত বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝলে, ভারত-বাংলাদেশ সম্পর্ক হবে মুখোমুখি: গয়েশ্বর মামলা বাণিজ্যের অভিযোগে আদাবর থানার এসআই শাহিনকে প্রত্যাহার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ইইউ’র ২৮ রাষ্ট্রদূত ফের ৩ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী পলক

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক বিএনপির আলোচনা অনুষ্ঠান

অনলাইন ডেস্ক / ৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৮:০৮ পূর্বাহ্ন

উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপি-র পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার সকাল ১১ টায় উত্তরা আজমপুর, আমির কমপ্লেক্সের সামনে হাজার হাজার মানুষের মাঝে লিফলেট বিতরন করা হয়
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএনসিসি-র মেয়র প্রাথী তাবিদ আউয়াল,ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম এবং যুব নেতা এস এম জাহাঙ্গীর হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডঃ রফিকুল ইসলাম, এম কপিল উদ্দিন, মোস্তাফিজুর রহমান সেগুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম হেলালি, মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম- আহ্বায়ক মোস্তফা জামান, উত্তরখান থানা বিএনপির যুগ্ম- আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, মো: আহসান উল্লাহ, উত্তরা পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু মহামারি থেকে জনগণকে রক্ষা করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইতি মধ্যে আমরা তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু মহামারি প্রতিরোধে আগাম প্রস্তুতি নিয়ে আমরা কাজ শুরু করেছি। তিনি বলেন ছাত্র-জনাতার তীব্র আন্দোলনে আমরা অন্তর্বর্তীকাল সরকার পেয়েছি। এ সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা। ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবায় অনতিবিলম্বে হাসপাতালে আরো বেড বাড়াতে হবে।
ছত্র-জনতার রক্তের উপর দিয়ে এসেছে এ সরকার, ছাত্র- জনতা, রিক্সা চালক, গার্মেন্টস কর্মীসহ যারা এ আন্দোলনে নিজের জীবন বলিদান দিয়েছে তারা কেন না খেয়ে থাকবে। আমাদেরকে আরো বেশি গনতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটতে হবে, মানুষকে স্বস্তি দিতে হবে। দ্রব্য মূল্যের দাম কারা বাড়াচ্ছে।সে দিকে খেয়াল রাখতে হবে। শুধু নিরপেক্ষতার কথা বলে চুপচাপ বসে থাকলে চলবে না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের
স্বরাষ্ট্র মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে এক জেলায় সহস্রাধিক পুলিশ সদস্য নিয়োগ দিয়ে দেশটাকে নিজের তালুকদারী মনে করতো। সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা অসহায় মানুষের সর্বস্ব কেড়ে নিয়েছে।সাইবার ক্রাইম আইন তৈরি করে মানুষের বাক স্বাধীনতা কেঁড়ে নিয়েছিলো, আয়না ঘর তৈরি করে শেখ হাসিনা বাংলাদেশকে গণকরবে পরিনত করেছে। এতো কিছুর পরও তার দোসররা এখনো বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠান শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পক্ষে উপস্থিত নেতৃবৃন্দদের সাথে নিয়ে উত্তরা আমির কমপ্লেক্স থেকে শুরু করে আজমপুর এলাকায় ডেঙ্গু জ্বর হলে করনীয়, চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরন করেন যুবনেতা এস এম জাহাঙ্গীর ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com