রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে অপহরণের শিকার নবীর হোসেনকে তুরাগ থানার যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এই সময় অপহরণকারী দলের ৪ সদস্যকে আটক ও অপহরণ কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। সোমবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অপহরণে জড়িতরা হলেন— শেরপুর সদরের চরশেরপুর নয়াপাড়া মুকুল হাজীর বাড়ীর মৃত সুরুজ আলীর ছেলে মো: মোকসেদ আলী (৩৬), কুড়িগ্রাম জেলার গোপালপুর এলাকার নূর মোহাম্মদের ছেলে মো: খায়রুল (৩৭), জামালপুর জেলা ইসলামপুর থানা রশিদের বাসার ভাড়াটিয়া, হাতেম শেখের ছেলে মো: রুবেল (২৬), শেরপুর সদর হোসেন খিলা মুন্সি বাড়ীর মো: আবু হানিফের ছেলে মো: রায়হান (১৯)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগী উত্তরা ৭ নম্বর সেক্টর লেক-ড্রাইভ রোডের একটি বাড়ির দারোয়ান হিসেবে কর্মরত আছেন। গত ১৩ অক্টোবর সন্ধ্যায় ৭টায় নিজ বাসা থেকে নবীর হোসেনকে তুলে নিয়ে যায় মোকসেদ আলীসহ অজ্ঞাতনামা দুইজন একটি প্রাইভেটকারে তাকে তুলে নিয়ে যায়। পরে তুরাগের যাত্রাবাড়ী এলাকায় আলিফের বাড়ীতে আটকে রাখে।
তিনি আরও জানান, খবর পেয়ে সেদিন রাত ১০টায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী কয়েকজনকে আটক করা হয়। অপহরণকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ বিষয় উত্তরা পশ্চিম থানা একটি মামলা হয়েছে। আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।