ভারতের যদি অশুভ ইচ্ছা থাকে তাহলে আমরাও আমাদের নবাবের এলাকা বাংলা, বিহার ও উড়িষ্যা দাবি করব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘যদি আপনারা এইরকমভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করেন, আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে, তাহলে আমরাও বাংলার বিহার উড়িষ্যা দাবি করব।’
জুলাই অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ দেখে ‘গোটা বিশ্ব কেঁদে উঠলেও’ ভারত এখনও শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ‘বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে’ বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘কিন্তু তাতে কোনও লাভ হবে না। আপনারা যদি মনে করেন যে এই করে আপনারা আগ্রাসন সুসম্পন্ন করবেন…আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অঙ্গীকারপ্রাপ্ত।’
রিজভী বলেন, ‘ভারতের শাসকগোষ্ঠী যদি মনে করে যে আমি সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ ভুটান নেপাল কব্জা করে নেব, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন।’