অনলাইন ডেস্ক : করোনা হল নোবেল-১৯ নামে ভাইরাস যার আকৃতি ধুতরা ফলের মত। করোনা মানব শরীরে পজিটিভ লক্ষ্মণঃ জ্বর,সর্দী,কাশি,পাতলা পায়খানা ও গলা ব্যাথা তে প্রকাশ পায়।
উৎপত্তি দেশঃ চিনের সাংহাই শহর থেকে শুরু বর্তমানে ২০৩ টি দেশে ৬৪,০০০ মারা গেছেন এবং ১২,০০,০০০ ব্যক্তি আক্রান্ত। বাংলাদেশ করোনা শুরু থেকে বর্তমানে এই পর্যন্ত ৮৮ জন সনাক্ত, ১৩ জন মারা গেছেন ও ৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।চিকিৎসাধিন ৪৬।
সংক্রামণঃ- বিদেশ হতে আগত কোন মানুষের সংস্পর্শে না যাওয়া ১৪ দিন জরুরি হলে ১ মিটার দুরুত্ব বজায় রাখতে হবে।
করোনার চিকিৎসাঃ-মুগদা মেডিকেল কলেজ,ঢাকা মহানগর হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথমিক চিকিৎসা ও কুয়েতমৈত্রী হাসপাতালে ভর্তি রাখা হয়।উল্লেখ্য কুয়েত মৈত্রী হাসপাতাল শুধু করনার রুগীর জন্যই।
করোনা আক্রান্ত হয় পরস্পরের ঠোট,হাছি,হ্যান্ডসাক,কোলাকুলি ও অন্যন্ন উপকরণে।
মোঃ কামরুজ্জামান
স্বাস্থ্য-শিক্ষাবিদ