কিশোরগঞ্জে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ সদরের একটি পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম জিলানী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আফসান মো. ইয়াহিয়া।
কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম আহমেদ ইমতিয়াজ গালিব, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি হাফিজ উল্লাহ হীরা
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন প্রমুখ।