অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও নেপালকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের যুবারা। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের কাছে হারে টাইগাররা। আজ দুবাইয়ে প্রথম সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে বর্তমান শিরোপাধারী বাংলাদেশ। গত আসরে ১৯৫ রানের বিশাল ব্যবধানে আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় যুবারা। এদিকে সবশেষ পাঁচবারের মুখোমুখিতে চারটিতেই এগিয়ে পাকিস্তানের যুবারা। তবে ভালো ফর্মে রয়েছেন টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকী। প্রথম ম্যাচে আফগানদের বিরুদ্ধে তামিম সেঞ্চুরি ও কালাম পান হাফ সেঞ্চুরির দেখা। দ্বিতীয় ম্যাচে তামিম ও আবরার করেন হাফ সেঞ্চুরি। কালাম শেষ ম্যাচে খেলেন ৯৫ রানের ইনিংস।