কুমিল্লার দেবিদ্বারে একটি বিলে থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন জানান, সকাল ৭টা থেকে উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি বিলের মধ্যে অজ্ঞাতপরিচয় দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি বলেন, ঠিক কী কারণে কে বা কারা তাদের হত্যা করেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।