মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।
শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৫ অক্টোবর শনিবার সকালে জেলা প্রশাসকের ভবন থেকে রেলী বের হয় এবং সম্মেলন কক্ষে আয়োজিত হয় আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার পাঁচজন শিক্ষককে জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
তাঁরা হলেন- প্রাথমিক শাখায় শিবালয় উপজেলার নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌসী, মাধ্যমিক শাখায় সদর উপজেলার এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিরঞ্জন কুমার বিশ্বাস, এবতেদায়ী শাখায় শিবালয় উপজেলার ফেচুয়াধারা শাহ জহিরিয়া দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মুহাম্মদ সোলাইমান, দাখিল শাখায় ঘিওর উপজেলার ঘিওর আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক সুরাইয়া আহমেদ ইভা ও আলিম শাখায় সদর উপজেলার দোয়াত আলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মতিউর রহমান।
তাদের প্রত্যেকের হাতে একটি করে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।