নারায়ণগঞ্জের ফতুল্লায় সজিব দেব নাথ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করারোববার (৮ ডিসেম্বর) মধ্যরাতে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব দেব নাথ (২৮) বরগুনা সদরের কাঠপট্রি রোডের আসুতোষ দেব নাথের ছেলে।
তাৎক্ষণিক আটককৃতরা হলেন- ফতুল্লার পাগলা নয়ামাটি মন্দির সংলগ্ন এলাকার বিজয়ের ছেলে রবি (১৮) ও পাগলা স্কুল সংলগ্ন এলাকার মিঠুর ছেলে সাজ্জাদ (১৮)। ফতুল্লা মডেল থানার পরির্দশক (তদন্ত) সুকান্ত দত্ত তাদের আটক করেন। হপ্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িগঙ্গা নদী থেকে পাগলা তালতলা এলাকা দিয়ে একাধিক ড্রেজারের মাধ্যমে তীরে বালু ওঠানো হয়। রাত হলেই এসব ড্রেজারে স্থানীয় মাদকাসক্ত যুবকরা এসে আড্ডা দেয়। তাদের ড্রেজারে উঠতে বাধা দিলে দলবল নিয়ে এসে শ্রমিকদের মারধর করে। এজন্য স্থানীয় মাদকাসক্তদের কিছু বলতে কেউ সাহস পায় না।
তারা আরও বলেন, সজিব, রবি ও সাজ্জাদ নামে তিন যুবক তৌহিদ ট্রেডার্সের ঘাট দিয়ে নদীতে ভাসমান পাঁচতারা আনলোড ড্রেজারে ওঠে। পরে গাঁজা সেবনের সময় তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এসময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে গাজা কাটার ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন সজিব চিৎকার করলে ড্রেজার শ্রমিকরা ঘুম থেকে উঠে দৌড়ে তীরে চলে যায়। এক পর্যায়ে সজিব মাটিতে লুটে পড়লে রবি ও সাজ্জাদ পালিয়ে যায়। এর ফাঁকে থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশ রবি ও সাজ্জাদকে আটক করে।য়েছে। হত্যাকারী দুজন পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে।পুলিশ পরির্দশক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, বুড়িগঙ্গা নদীর তীর হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে দুজন জড়িত। তাদের তাৎক্ষণিক আটক করে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে।