ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, গণ-অভ্যুত্থানকারী ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করতে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাচ্ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পথে নারায়ণগঞ্জ জেলার মেঘনা ব্রিজের ঢালে তাদের গাড়িতে নৃশংস হামলা এবং ভাঙচুর করা হয়। এতে কয়েকজন গুরুতর জখম হন এবং নারী নেতৃবৃন্দকে হেনস্তা করা হয়। এ সময় সবার মোবাইল ফোন এবং টাকা ছিনতাই করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী নেতৃবৃন্দের ওপর বারবার হামলা প্রমাণ করে যে, দেশ এখনও ফ্যাসিবাদীদের কবল থেকে মুক্ত হয়নি। তারা আগের মতোই রাহাজানির রাজত্ব এখনও কায়েম রেখেছে। যার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বারবার হামলার শিকার হচ্ছেন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে ফেসবুক পোস্টে জানান, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট।