নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগে বর্জ্য অপসারণ কর্মীকে মারধর করে ৪৮হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এই ঘটনায় ভুক্তভোগী রিফাত বাদি হয়ে তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে,৯তারিখ সকাল আনুমানিক ১২.৪০মিনিটে খালপাড় এলাকায় পৌছালে বিবাদি গন,মাজেদুল ও আতাফ আমাকে মারধর করে আমার কাছে থাকা ৪৮হাজার টাকা নিয়ে যায়,এবং আমাকে প্রানে মেরে পেলার হুমকি প্রদানকরে এবং আমি বর্জ্য অপসারণের কাজ করতে চাইলে তাদেরকে চাঁদা দিতে হবে নাহয় কাজ করতে দিবেনা বলে হুমকি দেয়,বাদির সাথে কথা বলে আরো জানা যায় কথিত বিএনপি নেতা মাসুদের নির্দেশে তারা এমন কর্মকাণ্ড চালাচ্ছে, কে এই মাসুদ তাহার খোঁজে অনুসন্ধান চালাচ্ছে তুরাগ থানা পুলিশ,তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে,অনুসন্ধানে আরো জানা গেছে অভিযুক্তরা মাদক সেবন ও মাদক কারবারির সাথে জড়িত, সার্বিক বিষয় নিয়ে নলভোগ এর বাসিন্দা বিএনপি নেতা নুর আলমের সাথে কথা বললে তিনি জানান, আমরা জাতীয়তাবাদে বিশ্বাসি নেতাকর্মী সব সময় চুরি চিনতাই,ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিস্কার ,আগামীতে আমাদের এইএলাকাকে প্রশাসনের সহযোগিতায় আমরা মাদকমুক্ত করবোই ইনশাআল্লাহ।