উত্তরায় বাস চাপায় নারী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদকঃ উত্তরায় রাইদা বাস চাপায় জেনেদা বেগম নামে এক নারী নিহতের ঘটনায় বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা চলাকালীন মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পুলিশের উর্ধতন কর্মকর্তাদের অনুরোধে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন।
বেলা পৌনে ১১ টা থেকে পৌনে ১২ টা পযর্ন্ত ১ ঘন্টাব্যাপী ঢাকা থেকে টঙ্গীমূখী মহাসড়ক অবরোধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উত্তরা হাউস বিল্ডিং বাসস্ট্যান্ডে উত্তরার সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান, সাইফুল ইসলাম ভূইয়া, মো: মনির হোসেন, নিহত নারীর স্বামী আব্দুল গণি, তার মেয়ে নিলুফার ইয়াসমিন। দোষী বাস চালকদের সঠিক বিচার এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন দেয়ার জোর দাবী জানান বক্তব্যে।
উল্লেখ্য যে, রাইদা পরিবহনের ২ টি বাস বেপরোয়াভাবে ওভারটেকিং করার সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে উত্তরা জমজম টাওয়ারের মোড়ে রাস্তা পারাপার হতে যেয়ে বাস চাপায় উত্তরা কর কমিশনার অফিসের আয়া স্টাফ ঘটনাস্থলেই নিহত হয়। এই ঘটনার জের ধরে এবং আবাসিক এলাকায় বাস চলাচল বন্ধ, লাইসেন্স ছাড়া বাস লেগুনা চালনা বন্ধ,
অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে গাড়ী চালনা বন্ধ, রাইদা পরিবহনের অভিযুক্ত গ্রেফতারকৃত আসামীদের সঠিক বিচার ও রাইদা বাস চাপায় নিহত নারীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন প্রদানের দাবীতে মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেন।