সোমবার দুপুর ২ টার দিকে চাটখিল থানার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন জালাল আহমেদ (৬৩), খালেদ সাইফুল্লাহ (১৫), রিনা আক্তার (৪০)
সরে জমিনে গিয়ে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মিঠু, রাজু ও নাসিমার নেতৃত্বে প্রায় ১০থেকে ১৫ জন লোক লাঠিসোটা, দা-বটি দিয়ে এ হামলার ঘটনা ঘটায়। এই সময় হাতে থাকা মোবাইলটি নিয়ে যায় তারা।
আহত অবস্থায় জালাল, খালেদ ও রিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তাদের মধ্যে খালেদ কে মাথায় আঘাত করা হয়।
গুরুতর আহতদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মিঠু, রাজু, নাসিমা সহ সন্ত্রাসীরা প্রায় ১০ থেকে ১৫ জন লাঠিসোটা, দা-বটি দিয়ে বাদীদের উপর হামলা করে গুরুতর আহত করেন।
এ ব্যাপারে চাটখিল থানায় অভিযোগ করান হয়েছে।আহত জালাল আহমেদ বলেন, আমরা দোষীদের শাস্তি চাই।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ চৌধুরী বলেন এই রকম অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।