মোঃ ইউনুসঃ রাজধানী ঢাকায় মিরপুর দক্ষিণ থানা উত্তর পাইকপাড়া ওয়ার্ডের সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুর রহমান বলেন আগামীতে জামায়াতের সৎ ও দক্ষ লোকেরাই দেশকে নেতৃত্ব দিবে
৫ মার্চ (ঢাকা): দেশকে এগিয়ে নিতে আখেরাতের লাভজনক ব্যবসার বিকল্প নেই বলে মণে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান।
তিনি আজ সন্ধায় রাজধানীর মিরপুর দক্ষিণের কার্যালয়ে অনুষ্ঠিত এক সহযোগী সমাবেশে একথা বলেন। তিনি আরো বলেন আমরা দুনিয়ার ব্যবসা করতে গিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে গেছি যে, আখেরাতের ব্যবসার কথা বেমালুম ভুলে গেছি। ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইউনুচের পরিচালনায় ও থানা আমীর এবং মহানগর জামায়াতের মজলিশে শূরার সদস্য অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেলের সভাপতিত্বে এ সমাবেশে মহানগর সহকারী সেক্রেটারি আরো বলেন- যথাযথ মর্যাদায় সিয়াম সাধনার মাধ্যমে পরকালীন মুক্তি নিশ্চিতের মাধ্যমেই দুনিয়া ও আখেরাতের ব্যবসাকে লাভজনক করা সম্ভব। সভাপতির বক্তব্যে থানা আমীর বলেন, আজকের উপস্থিত সহযোগী ভাইয়েরাই আগামী দিনে এই সমাজের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। অতঃপর ইফতারের মাধ্যমেই সভার সভাপতি সহযোগী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।