মিজানুর রহমানঃরাজধানীর উত্তরায় জামায়াতের উত্তরা পশ্চিম থানা (ব্যাবসায় বিভাগ)এর উদ্যোগে সূধীদের সন্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই মার্চ ১৭ই রামাদান সাহেবে নিসাব ও সুধীদের সম্মানে উত্তরার লাভলীন কনভেনশন হলে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যবসায় বিভাগ সভাপতি *মাও: আবু সাঈদ *এর সভাপতিত্বে ও সেক্রেটারি *মো : হাফিজুল ইসলাম* এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমিরই ঞ্জিনিয়ার গোলাম মোস্তফা*।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন টিম সদস্য জনাব সাইদুর রহমান মোল্লা, থানা আমির *জনাব মো: মাজহারুল ইসলাম* থানা সেক্রেটারি জনাব ফিরোজ আলম, ঢাকা ১৮ আসনের নমিনি জনাব আশরাফুল হক,
৫১,নং ওয়ার্ড কাউন্সিলর নমিনি জনাব দেলোয়ার হোসেন
১ নং ওয়ার্ড কাউন্সিলর নমিনি মোহাম্মদ মাহফুজুর রহমান,
সাবেক জোনপরিচালক ইবনে কারীম আহমেদ মিঠু । এছাড়াও আলোচনা সভায় থানা মজলিসে শুরা, কর্মপরিষদ, ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।