শিবির দায়িত্বীলদের সৌজন্যে মহানগর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
আজ ১৯ মার্চ গাজীপুর মহানগর ছাত্র শিবিরের দায়িত্বশীলদের সম্মানে গাজীপুর মহানগর জামায়াতের দায়িত্বশীলদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
তিনি প্রধান অতিথির বক্তব্যে শিবিরের দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামীর কর্ণধার, দেশবাসী তোমাদের দিকে তাকিয়ে আছেন। তোমাদেরকে যোগ্য দায়িত্বশীল হয়ে দে-শ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীনের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাইদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও ঢাকা উত্তর অঞ্চলের টীম সদস্য মোঃ আবুল হাশেম খান, আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ হোসেন আলী, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, ছাত্র শিবিরের গাজীপুর মহানগর সভাপতি মোঃ রেজাউল ইসলাম, মোঃ ইসমাইল হোসাইন পাঠান,সেক্রেটারি, শিবির, গাজীপুর জেলা
মোঃ ইকবাল হোসাইন, সভাপতি, তামিরুল মিল্লাত শাখা, মোঃ ইব্রাহিম খলিল, সভাপতি ডুয়েট শাখা ও মোঃ ওয়াজ কুরুনি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য, মহানগরীর থানা আমীর ও বিভাগীয় সভাপতিগন। এছাড়াও বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের গাজীপুর মহানগরীর বিভিন্ন শাখার দায়িত্বশীলগন অংশ গ্রহন করেছেন। অনুষ্ঠানটি বিকাল ৪ টায় শুরু হয়ে মাগরিবের আজান পর্যন্ত চলে।