ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর।
২০ মার্চ’২৫ গাজীপুরের চৌরাস্তায় একটি রেস্টুরেন্টে ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য গাজীপুর মহানগর সভাপতি রেজাউল ইসলাম। তিনি তার বক্তব্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো ঐক্যের ন্যায় সকল ছাত্রসংগঠন কে একসাথে কাজ করার আহ্বান জানান এবং ইনসাফ ভিত্তিক একটি সুন্দর দেশ ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মীয় মূল্যবোধের আলোকে সকলকে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর সেক্রেটারি মু. জাকির হোসাইন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্য ছাত্র সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাইদুল ইসলাম (মহানগর সভাপতি, ছাত্র অধিকার পরিষদ), হাফেজ সাখাওয়াত হোসাইন(মহানগর সভাপতি, খেলাফত ছাত্র মজলিস), মোঃ মাআরিফুল ইসলাম মনির(মহানগর সহঃ সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন), বশির আহমেদ অপু(মুখপাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন) এ সময় সকল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সম্মতি প্রকাশ করেন এবং এর গুরুত্ব নিয়েও আলোচনা করেন।
উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগরের সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ ও বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।