আওয়ামী লীগকে ঘুমন্ত দানব আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঘুমন্ত দানবের যাতে প্রত্যাবর্তন না ঘটে এবং নব্য বাকশাল বা অগণতান্ত্রিক শক্তির যাতে পুনরুত্থান না ঘটে সেজন্য যত মতপার্থক্যই থাকুক; আমাদের সাধারণ ঐক্যের মধ্যে থাকতেই হবে।
শনিবার (২২ মার্চ) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত রুয়েটের সাবেক ছাত্রদল (রুয়েট এক্স জেসিডি অ্যাসোসিয়েশন) নেতাদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, স্বস্তির নিঃশ্বাস দীর্ঘ করতে হলে সামনে বেশকিছুটা পথ আমাদের পাড়ি দিতে হবে। সেই পথ যাতে নির্বিঘ্নে পাড়ি দিতে পারি সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে। তা না হলে মনে রাখতে হবে যে, পরাজিত স্বৈরাচারের দানব ঘুমিয়ে থাকার ভান ধরলেও মাঝে মধ্যে জেগে ওঠার চেষ্টা করে। সেই ঘুমন্ত দানবের যাতে প্রত্যাবর্তন না ঘটে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে।