স্প্রাইটের বোতল ফেলে দিয়ে আভিনব কায়দায় প্রতিবাদ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি
মিজানুর রহমানঃরাজধানী ঢাকার উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ঈদপূনর্মীলন অনুষ্ঠিত হয়েছে।
উত্তরা ১৩ নাম্বার সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান,উপস্থিত ছিলেন,যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর,যুগ্ম আহ্বায়ক কফিলউদ্দিন,যুগ্ন আহ্বায়ক আফাজ উদ্দিন প্রমুখ।
মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এই ঈদ পুনর্মিলন ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়,এযেন বিএনপি নেতাকর্মীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে।
সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন ইসরায়লের বর্বর হামলায় ফিলিস্তিনের মানুষগুলোকে হত্যা করেছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি,এবং ইসরায়েলের সকল পন্য বয়কট করার ঘোষনা করছি,এসময় খাবার টেবিলে থাকা স্প্রাইটের বোতল ছুড়ে ফেলে দিয়ে ঘোষণা করেন আমরা সবাই এই মুহুর্তে আমদের সামনে থাকা ইসরায়েলের পন্য ফেলে দিয়ে প্রতিবাদ জানান,তিনি আরো বলেন এদেশের মানুষ শান্তি চায়,শান্তিপূর্ন নির্বাচন চায়,এদেশের মানুষ ভোটের অধিকার চায়,