গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তানযীমুল উম্মাহ মাদরাসায়
প্রতিবাদ মিছিল ও সমাবেশ
মিজানুর রহমানঃ
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ মিছিল করেছেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার শিক্ষার্থীরা।
রবিবার (১৩ এপ্রিল) মাদরাসার সামনে থেকে শুরু হয়ে এ মিছিল উত্তরা ৭নং সেক্টর মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় তারা “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”, “বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার”; “উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার”; “ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি”; “ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা” বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সমাবেশে তানযীমুল উম্মাহ স্টুডেন্টস মাজলিসের সভাপতি মাবরুর বিন ইকবাল বলেন, আমরা দেখছি সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত। ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে। এখন গাজার যে অবস্থা এ সময় জিহাদ ছাড়া উপায় নেই। ইজরাইলের পতন হবেই হবে ইনশা আল্লাহ।
ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ বলেন, আমরা মুসলিমদের একত্র হতে হবে। আমাদের মুসলিম দেশগুলোকে জাগাতে হবে। ইসরাইলি পন্য বয়কট করতে হবে। যার যে অবস্থান আছে সে অবস্থায়ই প্রতিবাদ করতে হবে। ফিলিস্তিন আমাদের মুসলমানদের ভুমি।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল বলেন, আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সহমর্মিতা জানিয়ে সংহতি সমাবেশ করছি। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে ইসায়েলি সব পণ্য বর্জন করবো। প্রজন্ম থেকে প্রজন্মকে জানান দেব আল আকসা মুসলমানদের, ফিলিস্তিন মুসলমানদের ভুমি। তিনি আরো বলেন আমরা দেখছি, শিশু ও নারীদের হত্যা করা হচ্ছে, জনপদ ধ্বংস করে দেয়া হচ্ছে, হাসপাতাল, আশ্রয়কেন্দ্র গুলাতে বোমা হামলা করা হচ্ছে। পানি বিদ্যুত খাবার বন্ধ করে দেয়া হয়েছে। এটা নিঃসন্দেহে চরম বর্বরতা। অবিলম্বে ফিলিস্তিনে সকল গনহত্যা ও ইসরাইলী আগ্রাসন বন্ধ করতে হবে।
গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তানযীমুল উম্মাহ মাদরাসার শতাধিক ছাত্রদের নিয়ে এ প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন- আরকাম শাখার সাইফুল্লাহ ফয়সল, আতফাল শাখার মাসুদ আলম, আলিম মাদরাসার ওমর ফারুক মজুমদার, ইব্রাহীম শিশির সহ অন্যান্য শিক্ষক ও দায়িত্বশীলবৃন্দ।