মন্ডল সভাপতি পরিবর্তন ইস্যুতে তোলপাড় বিজেপির অন্দর ! রাজ্য কমিটির আমন্ত্রিত পদ থেকে ইস্তফা বিধায়কের
আগরতলা, ০১ জানুয়ারী : মন্ডল সভাপতি পরিবর্তন ইস্যুতে আবারো উত্তাল বিজেপির অন্দর। এবারে এই ইস্যুতে মজলিশপুর এর বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী সংগঠনের রাজ্য কমিটির আমন্ত্রিত পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছে। সংবাদে প্রকাশ , বিধায়ক সুশান্ত চৌধুরী এনিয়ে রীতিমতো ক্ষোভ জাহির করেছেন। তিনি বলেন , দলে দম বন্ধকর পরিস্থিতি বিরাজ করছে। এমনও বলেন , যারা জীবন বাজি রেখে বাম বিরোধী আন্দোলন করে গেছেন আজ তারা সংগঠন কতৃক উপেক্ষিত। অথচ আজ যারা সিপিআইএম ছেড়ে নতুনভাবে বিজেপিতে যোগ দিয়েছে তারা সংগঠনের পদের অধিকারী হয়ে সংগঠনকে বেকায়দায় ফেলছে। মজলিশপুরের মন্ডল সভাপতি পরিবর্তন করা হয়েছে। তাই , উনিও দলের ইনভাইটি মেম্বারের পদ ছেড়ে দিয়েছেন। এই ঘটনার পর থেকে , রাজনৈতিক বিভিন্ন মহলে নানা গুঞ্জন সৃষ্টি হচ্ছে। প্রশ্ন উঠছে তাহলে কি এবারে দল ছাড়তে চলেছেন বিধায়ক সুশান্ত চৌধুরী। একইসাথে এধরণের ঘটনার ফলে আগামী দিনে যে বিজেপিতে বড়সড় আভ্যন্তরীন ঝড় আসতে চলেছে তাতে কোন দ্বিমত নেই। এমনটাই অভিমত রাজনৈতিক সচেতন মহলের।