শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম, কক্সবাজারসহ এর আশপাশের এলাকায় মাঝারি মানের ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ভূকম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানায়।
অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ছয়টা সাত মিনিটে মিয়ানমার-ভারত সীমান্তে রিখটার স্কেলে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়েছে, যা চট্টগ্রাম, পার্বত্য এলাকা ও কক্সবাজারেও অনুভূত হয়েছে।
ঢাকা থেকে ৩২৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে উৎপত্তিস্থলের ১০ কিলোমিটার গভীরে ছিল এ ভূকম্পন কেন্দ্র। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।