রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

Headline :
মানবতার কল্যাণে মুহাম্মদ রাসুলুল্লাহ (সাঃ) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত প্রথম শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত আরাবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, ডঃ মোহাম্মদ আব্দুল মজিদ রামগঞ্জে নারী কেলেঙ্কারির অভিযোগে বহিষ্কৃত আজিমকে চাকরিতে পুনর্বহালের পাঁয়তারা  অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে বাংলা নিউজ টিভির কেক কাটা ও আলোচনা সভা হাজী মোস্তফা জামানকে ঢাকা ১৮আসনের জনগণ এমপি হিসেবে দেখতে চায়  সচেতনতাই পারে ডেঙ্গু মহামারী থেকে বাঁচাতে উত্তরায় লিফলেট বিতরণ কালে বিএনপি নেতা মোস্তফা জামান  সচেতনতাই পারে ডেঙ্গু মহামারী থেকে বাঁচাতে উত্তরায় লিফলেট বিতরণ কালে বিএনপি নেতা মোস্তফা জামান  নোয়াখালী জেলা ছাত্র শিবিরের নিন্দা ও প্রতিবাদ টঙ্গীতে ২৮ শে অক্টোবর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। চাটখিলে ইসলামী পাঠাগার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে চাটখিলে মানববন্ধন

রিপোর্টার নাম / ২৬০ Time View
Update : রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে চাটখিলে মানববন্ধন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে সোমপাড়া কলেজের অধ্যক্ষ ও একজন সরকারী অধ্যাপক পদমর্যাদার  শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে একই কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের বর্তমান সভাপতি বরাবর তারা পৃথক তিনটি স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন ও সরকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে, নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, সাম্প্রদায়িক উস্কানিতসহ বিভিন্ন অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন অনিয়মের সাথে জড়িত এই দুই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য গত একমাস যাবত আন্দোলন করে আসছেন তারা। একই সাথে ঐ দুজন শিক্ষকের পদত্যাগের দাবি করেন।

গত ৫ আগস্ট তারিখে বিগত সরকারের পতনের পর থেকে এই দুই শিক্ষক কলেজে উপস্থিত না হয়ে পলাতক রয়েছেন বলে জানা যায়। কলেজের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সময়ের মধ্যে এই দুই শিক্ষকের অপসারণ দাবি করেন মানববন্ধন করা শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী

অধ্যক্ষ মহিউদ্দিন ও সরকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের অপসারণের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে সোমপাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজটির বর্তমান সভাপতি বরাবর পৃথক তিনটি স্মারকলিপি জমা দেওয়া।

কলেজটির জ্যেষ্ঠ প্রভাষক নাসির উদ্দিন বলেন, ‘এই দুইজন শিক্ষক বিভিন্ন সময়ে বিগত ফ্যাসিবাদ সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্যসহ নানামুখী অনিয়মের সাথে জড়িত ছিল। এদেরকে বিচারের আওতায় এনে দ্রুত সময়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্মারকলিপিতে উল্লিখিত সকল অনিয়ম ও দুর্নীতি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


মোহাম্মদ মাসুদ (প্রধান উপদেষ্টা)
তাসবীরুল হক অনু (সিনিয়র উপদেষ্টা).

ব্রেকিং নিউজ :
ব্রেকিং নিউজ :