বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
উত্তরায় জামায়াতের রুকন ও টিম বৈঠকে কর্মপরিকল্পনা গ্রহন
মিজানুর রহমানঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা মডেল থানার৫ নং ওয়ার্ডের রুকনও টিম বৈঠক অনুষ্ঠিত হয়েছে,
মিটিংয়ে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন-, মোঃ হারুনুর রশিদ তারিক,নায়েব আমির উত্তরা মডেল থানা।।
বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সমূহ:*
১। ব্যক্তিগত রিপোর্ট পেশ ও পর্যালোচনা।
২। ব্যক্তিগত মান উন্নয়নের পরিকল্পনা গ্রহণ।
৩। ওয়ার্ডের মাসিক পরিকল্পনা গ্রহণ।
৪। নভেম্বর মাসের ওয়ার্ডের মাসিক রিপোর্ট পেশ পর্যালোচনা।
*৫। ইউনিট অডিট। (৭-১৬)*
# অডিট কমিটি (৩ সদস্য বিশিষ্ট)
১। মো: আমিনুল কবীর সিদ্দিক।
২। মো: আবুল হোসাইন।
৩। মো: মেহেদী হাসান রিয়াদ।
৬। কর্মী, রুকন প্রার্থী বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ।
৭। ইউনিট বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ।
সভাপতিত্ব করেন হুমায়ুন কবির আপন,
শেষে গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে দোআ মোনাজাতের মাধ্যমে আল্লাহর তাওফিক কামনার মধ্য দিয়ে শেষ হয়।
*উত্তরা মডেল থানা।*