শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
টঙ্গীতে ব্যবসায়ীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা
হাসান মাহমুদ:গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগরী দক্ষিণের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে গাজীপুর জেলা ও মহানগরীর ৮০টি পরিবারের মাঝে জামাত ইসলামির পক্ষ থেকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী দক্ষিণ থানার উদ্যোগে টঙ্গী বাজারের একটি রেস্টুরেন্টে রাত ৯ টায় আয়োজিত স্থানীয় ব্যবসায়ীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, টঙ্গী দক্ষিণ থানা আমীর আতিকুর রহমান, সঞ্চালনা করেন থানা সেক্রেটারী এ বি এম সাইফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগরের সহকারী সেক্রেটারি হোসেন আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মোক্তার হোসাইন, থানা কর্ম পরিষদ সদস্য মাওলানা মওদুদ আহমদ,
টঙ্গী দক্ষিণ থানার ওয়ার্ড সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অধ্যাপক জামাল উদ্দিন বলেন,
রমজান মাসে ব্যাবসায়িরা নিত্য পণ্যের দাম কখনো বাড়ায় না সিন্ডিকেট কারীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়।
তিনি বলেন আল্লাহর রাসুল বলেছেন এক ভাগ কৃষিতে তিন ভাগ ব্যাবসাতে কল্যান রয়েছে আপনাদের ব্যাবসাতে আল্লাহ পাক বরকত দান করুন। বৈষম্য বিরোধী আন্দোলনে গাজীপুর জেল ও মহানগরী মিলি ৮০ জন শহীদ হয়েছে তাদের প্রত্যেক পরিবার কে ২ লাখ টাকা করে সহযোগিতা করা হয়েছে। জামায়াত আসলে নারীদের বের হতে দিবে না এটা মিথ্যা প্ররোচনা তিনি হজরত আয়েশা (রা:) এর উদৃতি দিয়ে বলেন আয়েশা রা সাহাবিদের শিক্ষক ছিলেন, দেশের প্রতিটি মানুষ হিন্দু মুসলিমসহ সকল শ্রেণি পেশার মানুষ সমান সুযোগ পাবে।
মহানগরীর কর্ম পরিষদ সদস্য ও থানা আমির মোহাম্মদ আতিকুর রহমান বলেন; জামায়াতে ইসলাম এমন বাংলাদেশ চায় যেখানে ব্যবসায়ীরা টাকার বস্তা নিয়া নির্ভিগ্নে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হেটে যেতে পারবে।
কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও গাজীপুর মহানগরের সহকারী সেক্রেটার হাসান আলী বলেন, চাঁদা মুক্ত সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে।