বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
পিলখানা হত্যাকান্ডের ঘটনায় ৫৭জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দেয়া উচিৎ বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর সেলিম উদ্দিন। তবে এরপরও দেশের মানুষের যা ক্ষতি করেছে, তা পূরণ হবে না।
শুক্রবার রাজধানীর তুরাগ মধ্য থানা আয়োজিত দলের কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলো শেখ হাসিনা।তাদের এই ষড়যন্ত্র সফল হলে এদেশের রাজধানী হতো দিল্লি। পালিয়ে যাওয়ার পর আবারও দেশে প্রবেশের দুঃস্বপ্ন দেখছে।
দেশে প্রবেশ করলে শেখ হাসিনার তৈরি আয়নাঘরেই তাকে রাখা হবে,দেশে আসলেই আসল খেলা শুরু হবে।
নৈতিক সাহস থাকলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতো না। সে ভারতে বসে ষড়যন্ত্র করছে। দেশে ছাত্রলীগ-যুবলীগ দিয়ে নানা আন্দোলন করিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে।
বাংলাদেশ ব্যাংকের টাকা লুট করেছে শেখ হাসিনা পুত্র জয়৷ লুটপাট করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।
লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতা দখল করেছিলো আওয়ামী লীগ। ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ক্যান্টনমেন্টে পরিণত করেছিল।
অন্তর্বর্তী সরকারের কাজের গতি বাড়াতে হবে। বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। নৈরাজ্যবাদীদের বিরুদ্ধে কঠোর হতে হবে৷
জামায়াত স্বাধীনতার পর থেকে ছায়া সরকারের আদলে অর্থনীতিকে শক্তিশালী করেছে।দেশ গঠনে ভূমিকা রেখেছে জনগণ জামায়াতকে ক্ষমতায় বসালে ৫ বছরে দারিদ্র্য মুক্ত দেশ উপহার দেবে,৬ মাসের মধ্যে সন্ত্রাস মুক্ত দেশ হবে বলে প্রতিজ্ঞা ব্যক্ত করেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন তুরাগ মধ্য থানার আমীর গাজী মনির হোসেন। এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন,উত্তরা মডেল থানা আমীর ইব্রাহীম খলিল,শিবির তুরাগ উত্তর সভাপতি তানবীরা ওসামা,তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান,সেক্রেটারি মোহিববুল্লাহ বাচ্ছুসহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ ও অঙ্সংঘঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা।