শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের তুরাগ উত্তর থানার উদ্যোগে আয়োজিত জনশক্তি সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মিজানুর রহমানঃরাজধানী ঢাকার তুরাগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের তুরাগ উত্তর থানার উদ্যোগে আয়োজিত জনশক্তি সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত রাজধানীর তুরাগ অঞ্চলের একটি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামের উদ্বোধনী ঘোষণা করেন তুরাগ উত্তর থানা সভাপতি তানভীর ওসামা। শাখার সেক্রেটারি ইমরানুল হকের সঞ্চালনায় এবং শাখা সভাপতি তানভীর ওসামার সভাপতিত্বে
জনশক্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান আকিব।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর তুরাগ মধ্য থানার আমীর গাজী মনির হোসাইন এবং ইসলামি ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের দাওয়াহ ও সাংস্কৃতিক সম্পাদক যথাক্রমে আয়ান মাহমুদ এবং রাকিবুল ইসলাম সহ ও অন্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আনিসুর রহমান তার বক্তব্যে বলেন, আমাদের কে এই দুনিয়ায় পথচলার ক্ষেত্রে কোন উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করা হয়েছে এবং ইসলামি আন্দোলনের ক্ষেত্রে সুস্পষ্ট লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা উচিত। সেই সাথে ছাত্রশিবিরের জনশক্তিদের একটি আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে নিজেদেরকে তৈরি করতে হবে। এমনকি, প্রতিটি ছাত্রকে আদর্শিক নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে। ছাত্রশিবির একটি আদর্শিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত সংগঠন, যা জাতিকে আলোর পথ দেখানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা চাই, প্রতিটি কর্মী তার যোগ্যতার সর্বোচ্চটুকু দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।’