বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক : ইচ্ছা থাকলে কী না করা হয়। তেমনই করেছেন গরিমা যাদব। যিনি ২০১৭ সালে সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস চার্মিং ফেস’ মুকুট নিজের করে নিয়েছিলেন। আর সেই সুন্দরীই এবার ভারতীয় সেনাবাহিনীর গর্ব।
মডেলিং তার জীবনের প্রথম পছন্দের কাজ ছিল না। আচমকাই সেখানে চলে গিয়েছিলেন গরিমা। সিমলার আর্মি পাবলিক স্কুল থেকে পড়াশোনা শেষ করেন তিনি। এরপর সেন্ট স্টিফেন্স কলেজে ভর্তি হন। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়।
কিন্তু সবসময়ই তিনি ভারতীয় বিমানবাহিনীর অফিসার হতে চাইতেন। কিন্তু আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরে সিডিএস পরীক্ষায় পাশ করে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন গরিমা। মহিলাদের সর্বভারতীয় পরীক্ষায় দ্বিতীয় স্থানে ছিলেন এই সুন্দরী।
সোশ্যাল মিডিয়ায় গরিমার কাহিনি আপাতত নজর কেড়েছে নেটিজেনদের। ভাইরাল গরিমা যাদবের কাহিনি অনেকেরই অনুপ্রেরণা হয়েছেন।