বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০০ অপরাহ্ন
মিজানুর রহমানঃ
রাজধানী ঢাকার উত্তরা মডেল টাউন লাখো মানুষের পরিকল্পিত আবাসস্থল এখানে ধর্ম বর্ন নির্বিশেষে সকলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিরাপদ সহাবস্থান করে আসছে।সম্প্রতি ঘটে যাওয়া সমসাময়িক বিষয়কে সামনে রেখে আগামীতে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে রুপ দান করার লক্ষ্যে আলেম ওলামাদের ভূমিকা রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা মডেল থানা ওলামা বিভাগের উদ্যোগে মসজিদের ইমাম মোয়াজ্জিন,বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, কাওমি আলিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার সম্মানিত আলেমদের নিয়ে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উত্তরা মডেল থানা আমীর এড মোঃ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে থানা সেক্রেটারী জনাব বদিউজ্জামান বকুলের পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট আলেমে দ্বীন, শত সহস্র আলেমের ওস্তাদ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা সফিকুল্লাহ মাদানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী স্কলার ও গবেষক তানজিমুল উম্মা ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা ডঃ মীম আতিকুল্লাহ, ওলামা বিভাগের ঢাকা মহানগরীর সহ সভাপতি হাফেজ মাওলানা ফারুক হোসেন, জোন টিম সদস্য জনাব সাহিদুর রহমান মোল্লা, থানা নায়েবে আমীর মাওলানা হারুনুর রশীদ তারেক, বিশিষ্ট সমাজ সেবক ও আলেম জনাব মাহফুজুর রহমান, থানা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা তানভীর হোসাইন, সহকারী হাফেজ মাওলানা মিজানুর রহমান , সহ বিভিন্ন মসজিদের ইমাম খতিব, মাদ্রাসার মুহতামিমগণ বক্তব্য রাখেন।
এসময় নেতৃবৃন্দ আলেমদেরকে জুমআর আলোচনা ওয়াজ মাহফিলে দিন প্রতিষ্ঠার আন্দোলন ফরজ এবিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা তুল ধরতে আহ্বান জানান।