Update :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
শেয়ার
অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে নেমে ৮-২ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। বায়ার্নের করা ৮ গোলের তিনটিতেই ভূমিকা আছে ফিলিপে কুতিনহোর। ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে ৮২ মিনিটের মাথায় ষষ্ঠ গোলে তিনি সহায়তা করেছেন এবং ৭ম (৮৫ মিনিটে) ও ৮ম (৮৯ মিনিটে) গোলটি নিজে করেছেন নিজে। বার্সার বিপক্ষে গোলের ব্যবধান বাড়িয়ে কেমন যেন মনমরা ছিলেন কুতিনহো! গোলের পর তার শরীরি ভঙ্গি অন্তত তাই বলে।
গোল করার পর উদযাপনেও অস্বীকৃতি জানান ব্রাজিলিয়ান ফুটবল তারকা। কারণ বায়ার্নে খেললেও বার্সাও যে তার নিজেরই দল। আর নিজের দলের বিপক্ষে আত্মঘাতী গোল করতে কারই বা ভালো লাগবে। গত বছরের ১৯ আগস্ট বার্সা থেকে ধারে তিনি বায়ার্নে চলে আসেন। গতকাল শুক্রবার সেই বার্সার বিপক্ষেই মাঠে নামেন কুতিনহো।