শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
খবর প্রতিদিন প্রতিবেদন ঃ
রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামানের বাসভবনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব হাজী মোস্তফা জামান। সভায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। বক্তারা বলেন, “উত্তরার মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সবসময় মানবিক অবস্থান থেকে জনগণের পাশে থাকে এবং যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন আফাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সভায় হাইকোর্টের রায়ের আলোকে নিহত পরিবারের সদস্যদের ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান এবং অন্যান্য মানবিক সহায়তা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। নিহত পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, “সরকার আমাদের কোনো খোঁজখবর নেয়নি। এমনকি হাইকোর্টের দেওয়া ক্ষতিপূরণের অর্থও আমরা এখনও পাইনি। নানা গড়িমসিতে বিষয়টি দীর্ঘায়িত করা হচ্ছে। এর জবাবে প্রধান অতিথি আমিনুল হক বলেন, “দুর্ঘটনার শুরু থেকেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিহত পরিবারের পাশে রয়েছে। অতি শীঘ্রই তিনি নিজেও আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।