০৯ জানুয়ারি ২০২৫
মিজানুর রহমানঃআগামীকাল ১০ই জানুয়ারী, বিকাল-২:৩০ সময়, মুগ্ধ মঞ্চে,জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ বাস্তবায়নের লক্ষে আজ সন্ধ্যা -৬:৩০ মি:উওরা মডেল থানার পক্ষ থেকে স্বাগত মিছিল বের হয়,উক্ত মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরার সদস্য ও উত্তরা মডেল থানার সম্মানিত থানা আমীর জননেতা অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল,নায়েবে আমির হারুন রশীদ তারেক, উওরা মডেল থানার সেক্রেটারি বদিউজ্জামান বকুল, আরও উপস্তিত হন মজলিশে শুরার সদস্য,ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ সকলস্তরের জনশক্তি।
উক্ত মিছিলে প্রধান অতিথি উদ্বেগ প্রকাশ করে বলেন, “স্বাধীনতার ৫৩ বছর পর আধিপত্যবাদী শক্তি ও তাদের দোসররা ইসলামী ব্যক্তিত্ব ও ইসলামী দল সম্পর্কে যেসব গণবিরোধী বয়ান দিয়ে দেশ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চাঁদাবাজি,দখলদারিত্ব প্রতিটি এলাকায় শুরু হয়ে গেছে, এভাবে চলতে থাকলে বাংলার জনগণ তা মেনে নিবে না
তিনি আরও বলেন, অতীতের ফ্যাসিস্টদের মত এরকম আচরন করেন আর জাতীয় ঐক্য বিনষ্টের এই অপচেষ্টাকে দেশপ্রেমিক ছাত্র-জনতা গত ৫ আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমেই আবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।