বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে বাংলা নিউজ টিভির কেক কাটা ও আলোচনা সভা
শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধিঃ
বাংলা নিউজ টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাটি হাটি পা পা করে , দৃষ্টি জুড়ে বাংলা এই স্লোগান কে সামনে রেখে দীর্ঘ ৭ বছর পেরিয়ে ৮ বছরে পদার্পণ উপলক্ষে বাংলা নিউজ টেলিভিশন ( আইপি টিভির) জন্য আলোচনা সভা ও দোয়া করা হয় । দর্শকদের জনপ্রিয় আস্থাভাজন বাংলা নিউজ টেলিভিশন ।
শুক্রবার ১ নভেম্বর বিকাল ৪ টায় শ্রীপুর রিপোর্টার্স ক্লাবে বাংলা নিউজ টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম ভূঁইয়া, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাজী আসাদুজ্জামান সাধারণ সম্পাদক শ্রীপুর রিপোর্টার্স ক্লাব ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন সকল সংগ্রাম একসময় শেষ হয়ে যায় কিন্তু সাংবাদিকদের সাংগ্রাম কোনো সময় ই শেষ হয় না । তাই এই চ্যালেঞ্জিং পেশাতে আপনারা যারা আছেন সবাই সৎ ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ,এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিক, মুভি বাংলা টেলিভিশনের এম এইচ হৃদয় খান, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার বিশেষ প্রতিনিধ আল আমিন, দৈনিক অনুসন্ধান প্রতিদিনের গাজীপুর প্রতিনিধ আলমগীর ইসলাম, এসটি বাংলা অনলাইন টিভির সজীব ডালী,জাগরণী টিভির সাংবাদিক রাকিবুল হাসান, দৈনিক প্রানের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাজ্জল হোসেন প্রমূখ।