বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো তিন হাজার ৩৯৯ জন। একই সময়ে নতুন করে আরও দুই হাজার ৪৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো দুই লাখ ৫৭ হাজার ৬০০ জন।
রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।বুলেটিনে জানানো হয়, নতুন মৃত্যুর মধ্যে ২৪ জন পুরুষ ও ৩ জন মহিলা। ১৩ জন ঢাকা বিভাগের ও বাকিরা অন্যান্য বিভাগের।
এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬৬ জন। এখন পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন।