রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

Headline :
মানবতার কল্যাণে মুহাম্মদ রাসুলুল্লাহ (সাঃ) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত প্রথম শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত আরাবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, ডঃ মোহাম্মদ আব্দুল মজিদ রামগঞ্জে নারী কেলেঙ্কারির অভিযোগে বহিষ্কৃত আজিমকে চাকরিতে পুনর্বহালের পাঁয়তারা  অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে বাংলা নিউজ টিভির কেক কাটা ও আলোচনা সভা হাজী মোস্তফা জামানকে ঢাকা ১৮আসনের জনগণ এমপি হিসেবে দেখতে চায়  সচেতনতাই পারে ডেঙ্গু মহামারী থেকে বাঁচাতে উত্তরায় লিফলেট বিতরণ কালে বিএনপি নেতা মোস্তফা জামান  সচেতনতাই পারে ডেঙ্গু মহামারী থেকে বাঁচাতে উত্তরায় লিফলেট বিতরণ কালে বিএনপি নেতা মোস্তফা জামান  নোয়াখালী জেলা ছাত্র শিবিরের নিন্দা ও প্রতিবাদ টঙ্গীতে ২৮ শে অক্টোবর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। চাটখিলে ইসলামী পাঠাগার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

শুটিংয়ে ফিরছে ‘অপারেশন সুন্দরবন’ টিম

রিপোর্টার নাম / ৯৫ Time View
Update : রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক  :   নাম ঘোষণার পর থেকেই বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে আলাদা একটা আগ্রহ লক্ষ্য করা গেছে সিনেপ্রেমীদের মধ্যে। জলদস্যু নির্মূলে সুন্দরবনে র‌্যাবের অভিযান, বিশাল ক্যানভাসের ভিন্নধর্মী কনটেন্ট, শিল্পী তালিকা এবং পরিচালক হিসেবে দীপংকর দীপন- সব মিলিয়েই ‘অপারেশন সুন্দরবন’ আলোচনার শীর্ষে।

গত বছরের ২০ ডিসেম্বর বিশাল ইউনিট নিয়ে মুন্সিগঞ্জে সিনেমাটির ক্যামেরা চালু হয়। তার আগে ‘সুন্দরবন জলদস্যুমুক্ত দিবস’ উপলক্ষে ১ নভেম্বর সিনেমাটির একটি পোস্টার প্রকাশিত হয়। এর পাশাপাশি আয়োজন করা হয়েছিল শিল্পী পরিচিতি অনুষ্ঠানের। পোস্টারটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ব্যাপক প্রশংসা কুড়ায়।

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপনের নতুন সিনেমা ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিং প্রায় শেষের পথে ছিল। কিন্তু মাঝে করোনা পরিস্থিতির কারনে অন্য সব কিছুর মতো বন্ধ ছিল বিনোদন দুনিয়াও। যার কারনে বন্ধ ছিল এ সিনেমার শ্যুটিং, ডাবিংসহ সকল কাজ।

তবে এখন আস্তে আস্তে কাজে ফিরছেন শিল্পী এবং কলাকুশলীরা। সকল নিয়মনীতি মেনে সচেতন থেকেই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে কাজে ফিরছেন সবাই। গুনী নির্মাতা দীপংকর দীপন জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে শ্যুটিং শুরু করতে চলেছে তার ‘অপারেশন সুন্দরবন’ টিমও।

দুই ধাপে প্রায় ৩২ দিনের শুটিং শিডিউলের মাধ্যমে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার খুলনা অঞ্চলের শুটিং শেষ হয়। গত ১১ মার্চ খুলনার মংলার জয়মনি এলাকায় শুটিংয়ের মধ্য দিয়ে এই বিগ বাজেটের বিশাল ক্যানভাসের সিনেমার শ্যুটিং প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল।

পরিচালক জানিয়েছেন, ঢাকায় অল্প কিছুদিন শুটিং করলেই সিনেমাটির শুটিং শেষ হবে। বাকি থাকবে গানের শুটিং। মাঝে করোনার কারনে শিডিউল মাফিক সিনেমার কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি বলে তিনি জানান। সিনেমাটির শ্যুটিং শুরুর আগে এক বছরের বেশি সময় সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়িয়েছেন পরিচালক ও তার টিম।

সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার অভিযান নিয়ে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার গল্প। তবে গল্পে দেশের বন্য প্রাণী সংরক্ষণ নিয়েও কিছু অংশ থাকবে। চলচ্চিত্রটির কাছের একটি সূত্র জানিয়েছে, শুটিংয়ে প্রায় ১০০ জন অভিনয়শিল্পী অংশ নিয়েছেন। এর মধ্যে ৩০ জন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য।

প্রায় ১৩০০ জন কাজ করেছেন সিনেমার জন্য। শুটিংয়ে ব্যবহার করা হয়েছে দুটি বড় জাহাজ, সাতটি স্পিডবোট, ছয়টি লঞ্চ, দুটি হেলিকপ্টারসহ আরও অনেক কিছু। গল্পের চাহিদার কারনে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাতে অভিনয় করেছেন এলাকাবাসীও।

সিনেমার শুটিং হয়েছে গভীর সমুদ্র থেকে শুরু করে সুন্দরবনের ভেতরে হিরণ পয়েন্টে। এছাড়া কালিরচর, দুবলার চর, আলোর চর, মেহের আলীর চর, ডিমের চর, লক্ষ্মীর চরসহ ওই অঞ্চলের নানা জায়গায় শুটিং হয়েছে সিনেমাটির।

দীপংকর দীপন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘কাদাপানির মধ্যে শুটিং করেছি আমরা। অনেক সময় শিল্পীরা অসুস্থ হয়ে পড়েছেন। শুটিংয়ের সময় সমুদ্রের জোয়ার কখনো অনুকূলে ছিল, কখনো ছিল না। এই অনিশ্চয়তার মধ্যেই শুটিং করতে হয়েছে। জলদস্যু ধরার দৃশ্যের জন্য গভীর বনে ঢোকার পর হঠাৎ পরিবেশ পরিবর্তন হয়ে যাওয়ায় শুটিং না করে ফিরে আসতে হয়েছে। এছাড়া, অনেক সময় এমন দুর্গম এলাকায় যেতে হয়েছে, যেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক ছিল না। তিন-চার দিন পরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি আমরা।’

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রোশান, রিয়াজ, তাসকিন আহমেদ, মনোজ প্রামানিক, সামিনা বাশার, দীপু ইমামসহ অনেকে। এতে সিয়াম, রোশান ও রিয়াজকে র‌্যাব কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নুসরাত ফারিয়াকে দেখা যাবে বাঘ গবেষক হিসেবে। এছাড়া কলকাতার দর্শনা বণিক, তুয়া চক্রবর্তীকেও দেখা যাবে এই সিনেমায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


মোহাম্মদ মাসুদ (প্রধান উপদেষ্টা)
তাসবীরুল হক অনু (সিনিয়র উপদেষ্টা).

ব্রেকিং নিউজ :
ব্রেকিং নিউজ :