বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু-নীলদল’-এর আয়োজনে এই ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক। মুখ্য আলোচক হিসেবে অংশ নিবেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। বিশেষ অতিথি হিসেবে অংশ নিবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব মোহাম্মদ নাসির উদ্দিন ইউসুফ।
আলোচক হিসেবে অংশ নিবেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলাম, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডীন অধ্যাপক ড. সাহাবউদ্দিন বাদল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
স্বাগত বক্তা ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র, সঞ্চালক ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক মাশকুরা রহমান রিদম।
আলোচনায় সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু-নীলদলের সভাপতি ড. সিদ্ধার্থ দে।