আমায় তুমি ভালোবাসো মুখে স্বীকার করো না, আমি দুরে যেতে চাইলে অমনি বলো, ‘যাবে না’। আমি চোখের আড়াল হলে জানি তোমার হৃদয় কাঁদে, কভু আমি জানতে চাইলে তুমি করো ছলনা।
তুমি ভালো থাকলে পরে ভালো থাকে সবই। তুমি হাসলেই পৃথিবী হাসে তুমি কাঁদলে বৃষ্টি ঝরে, তোমায় দেখে প্রকৃতিতে হাজার রকম রঙ ধরে। তোমার মনে ব্যথা হলে সূর্য তখন যায় তলিয়ে,