হোসেন মোহাম্মদ মনির (প্রধান সম্পাদক) : মেঘনা উপজেলার সবথেকে জনবহুল যাতায়াতের রাস্তা টিএনটি মোর থেকে আলিপুর ঘাট পর্যন্ত, এই রাস্তাটি অত্যন্ত সরু এবং অধিক বাঁক যার দরুন প্রায় প্রতিদিনই অনেক ছোট বড় এক্সিডেন্ট হয়ে থাকে।
শুধুমাত্র টিএনটি মোর থেকে হাসনাবাদ মধ্যপাড়া আমার বাড়ি পর্যন্ত (আধা কিলোমিটার) আসতেই দশটি সম্পূর্ণ মোর পড়ে এবং গাড়িগুলোকে রীতিমতো ঘরের পীরা ঘেঁষে চলতে হয়, রাস্তা ঘরবাড়ির উপর দিয়ে গেলো, না ঘরবাড়িগুলো রাস্তায় এসে পড়লো তা বোঝা মুশকিল।
সে যাই হোক মেঘনা উপজেলার বৃহত্তর গোবিন্দপুর ইউনিয়নের সবগুলো গ্রামই এই রাস্তার সাথে সংযুক্ত এবং দাউদকান্দির সঙ্গে যোগাযোগের সবথেকে শর্টকাট রাস্তাও এইটি।
সুতরাং প্রতিদিনের অনাকাঙিক্ষত ঘটনা লাগব এবং এই অঞ্চলের মানুষের বৃহত্তর সুবিধার্থে রাস্তার বাঁকগুলো কমিয়ে রাস্তাটির পাশটা বাড়ানোর জন্য মাননীয় এমপি মহোদয়ের নিকট আকুল আবেদন করছি।
ধন্যবাদান্তে
হোসেন মনির,
মেঘনাবাসী ও আওয়ামীলীগ সরকারের একজন নগণ্য শুভাকাঙ্ক্ষী।
(আধা কিলোমিটারে যে দশটি বাঁক তা শুধুমাত্র থানা সড়ক থেকে আধা কিলোমিটার আরেকটা বিকল্প রাস্তা তৈরী করে খুব কম খরচেই সমাধান করা সম্ভব)
মাল বোঝাই বিশাল ট্রাক পানির নিচে এই রাস্তাতেই এক্সিডেন্ট করা এর একটি উদাহরণ।
ছবি: হোসেন মনির।