বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
র্যাব পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে মুদি ব্যবসায়ীর ৫ লক্ষ টাকা ছিনতাই
নাজমুল ইসলাম মন্ডলঃ গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দক্ষিনে ট্রাক স্ট্যান্ড সংলগ্ন ৪ জন র্যাব পরিচয়ে অটো রিস্কা আটকিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সাইদুল ইসলাম নামে এক মোদী ব্যবসায়ীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই করার ঘটনা ঘটেছে, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ।
ভুক্তভোগী সাইদুল ইসলাম বলেন আমি গত ৭ অক্টোবর ২০২৪ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় ব্রাক ব্যাংক মাওনা শাখা থেকে ৫ লক্ষ টাকা উত্তোলন করি, টাকা তোলার পর আমি আমার কালো ব্যাগে ৫ লক্ষ টাকা রাখি। টাকা নিয়ে আমি বাগের বাজার যাওয়ার জন্য মাওনা চৌরাস্তা থেকে একটি অটো রিক্সায় উঠি, আমার সাথে আমার ভগ্নিপতি ছিল,সাথে আরো দুইজন অটো রিক্সায় উঠে, অটো রিক্সা দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দক্ষিনে ফ্লাইওভারের মাথায় ট্রাক স্ট্যান্ড সংলগ্ন পোঁছা মাত্র একটি সাদা রঙ্গের মাইক্রোবাস এসে আমাদের অটো রিস্কা আটকায়, মাইক্রোবাস গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার ছিল চ- ১১২৯০৬। এসময় তারা ৪ জন র্যাবের পরিচয় দেয়, র্যাবের পোশাক পড়া ছিল এবং হাতে পিস্তল ছিল। আমাকে অটোরিকশা থেকে জোরপূর্বক অস্ত্র ঠেকিয়ে মাইক্রোবাসে তুলে ঢাকার দিকে নিয়ে যায়, মাইক্রোবাসে তোলার পর আমার হাত ও চোখ বেঁধে দেয় এবং এলোপাথাড়ি কিল ঘুসি মারতে থাকে। একপর্যায়ে তারা আমার কাছ থেকে কালো ব্যাগসহ ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।তারপর তারা আমাকে ঢাকা টাঙ্গাইল সড়কের মির্জাপুরের রাস্তায় মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে চলে যায়।তখন আমার আত্মচিৎকারে চারপাশ থেকে লোকজন এসে হাত ও চোঁখ বাধাঁ অবস্থায় উদ্ধার করে মির্জাপুর থানায় নিয়ে যায়।
এসময় তিনি আরও বলেন ব্রাক ব্যাংক থেকে টাকা তোলার সিসি ফুটেজ রয়েছে এবং যেখান থেকে আমাকে তুলে নিয়েছে সেখানকার ট্রাক স্ট্যান্ডের একটি দোকানের সিসি ফুটেজ রয়েছে যেখানে র্যাবের পোশাক পরা অবস্থায় তাদের দেখা যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন ছিনতাই এর ঘটনায় একটি অভিযোগ হয়েছে তদন্ত চলছে,দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।