বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃরাজধানীর উত্তরা১৫ নং সেক্টরও মেট্রোরেলের আসপাশের এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও রাজউকের যৌথ অভিযান পরিচালনা করা হয়,
অভিযানে অবৈধ দখল,ফুড কোর্ট ও বউ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকাল ১০ টার দিকে উত্তরা ১৫ নম্বর সেক্টর ও মেট্রোরেল দ্বিতীয় নম্বর স্টেশন সংলগ্ন প্রায় তিনশ দোকান, হোটেল, রেস্টুরেন্ট,ও স্থাপনা ভেঙে ঘুড়িয়ে দিয়েছে।
উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় সেখান থেকে তিনজন নারীসহ আরও কয়েকজন পুরুষকে আটক করেছে তুরাগ থানা পুলিশ।তাদের তুরাগ থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা তৈরি করে মাসে লাখ লাখ টাকা চাঁদাবাজি করেছে আওয়ামী লীগের নেতারা। প্রত্যেক মাসে ওই বাজার থেকে অন্তত ২০ লাখ টাকার চাঁদা তুলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ আগস্টের পর বাজারটি দখল করতে চায় বিএনপির লোকজন।
দখল নিয়ে কয়েক গ্রুপে দফায় দফায় বাকবিতন্ডা হয়। রাত হলে অসামাজিক কার্যকলাপ চলতো এখানে। চুরি ছিনতাইয়ের মত ঘটনা ঘটছে হার হামেশা।এছাড়াও দখল বানিজ্য নিয়ে কিশোরগ্যাংয়ের উৎপাতে সবাই আতঙ্কে দিনাতিপাত করতো।
এ বিষয়ে বাজার কমিটির সাথে কথা বলার জন্য মোবাইলে কল দিলে তারা এ বিষয়ে কোনো কিছু বলতে রাজি হয়নি। কিন্তু একজন ব্যবসায়ী নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন, দীর্ঘ কয়েক বছর ধরেই বউ বাজারে ব্যবসা করছিলাম। এখানে প্রায় ১২০টির মতন দোকান রয়েছে। স্থানীয় আওয়ামী লীগ, রাজউক ও থানা পুলিশকে ম্যানেজ করেই আমাদের এই বাজারটি চলত। ৫ আগস্টের পর সবকিছু এলোমেলো হয়ে গেছে। বাজারে আমার একটি দোকান আছে। আমার আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই। এই সময় কোথায় দোকান করব সে নিয়ে চিন্তায় পড়েছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে কিছুদিন সময় দেওয়ার। যাতে সবাই অন্য কোথাও দোকানের ব্যবস্থা করতে পারে।যৌথ অভিযানে সেখানে সবকটি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।