রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
যৌথ বাহিনীর অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেফতার
ঢাকা, ১৮ অক্টোবর,২০২৪ খ্রিঃ
মিজানুর রহমানঃ
রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো মোঃ সাজ্জাদ হোসেন (২৮), মোঃ সবুজ মিয়া (২০), মোঃ কাউছার (২৬) ও মোঃ ওসমান গনি (২৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে
৮টি চাকু, ৫ টি রামদা, ৪ টি হাসুয়া ও ১টি সাদা প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়।
শুক্রবার (১৮ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ভোর ৪:১৫ টার দিকে দারুস সালাম থানাধীন শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সিটি কলোনিতে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
দারুস সালাম থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৩:৩০ টার দিকে দারুস সালাম থানা এলাকায় যৌথ বাহিনীর ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকায় ৮/১০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল ডাকাতি করার লক্ষ্যে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় যৌথ অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় দারুস সালাম থানায় গ্রেফতারকৃত চারজন সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে ডাকাতির উদ্দেশে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণের ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা দারুস সালাম থানাধীন শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সিটি কলোনী এলাকাসহ আশেপাশের এলাকার রাস্তায় ডাকাতি করার জন্য উক্ত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।