টঙ্গীতে শীতার্ত ও অসহায়দের মাঝে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার ৩১ জানুয়ারী টঙ্গী পূর্ব থানা ৪৫ নং ওয়ার্ডের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৪৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ে রাত সাড়ে আটটার দিকে এ কর্মসুচি পালন করা হয়।
৪৫ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি হাসান মাহমুদ এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা ওলামা বিভাগের সভাপতি ও শিক্ষা সম্পাদক নূর মোহাম্মদ বোরহান উদ্দিন খান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ৪৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নাসির উদ্দিন, ৪৫ নং ওয়ার্ড জামায়াতের ইসলামির সহ-সভাপতি হারুনুর রশিদ, ৪৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হেদায়েত উল্লাহ, ৪৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর প্রশিক্ষণ সম্পাদক নাজমুল আহসান, ৪৫ নং ওয়ার্ড ওলামা বিভাগ সভাপতি হাফেজ শাহ আলম, বিশিষ্ট সমাজ সেবক ফিরোজ আহমেদ সহ এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।